দীঘিনালায় জেএসএস’র সাবেক কর্মী নিহত

স্টাফ রিপোর্টার: দীঘিনালায় ৭ অাগস্ট মঙ্গলবার রাত সোয়া ৯টায় মঞ্জুর আলম (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি জেএসএস (এমএন লারমা) পক্ষে

রামগড়ে বিরোধপূর্ণ জমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি’র পরিদর্শন
মানিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
লক্ষ্মীছড়ি কলেজ’র প্রভাষক অপু মজুমদার জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত

লাশের সুরতহাল প্রস্তুতকারী উপপরিদর্শক (এসআই) ফারুক হোসাইন সাংবাদিকদের বলেন, ‘লাশের শরীরের বিভিন্ন স্থানে ২৩টি গুলির চিহ্ন রয়েছে। ’মঞ্জুরের স্ত্রী সুজাতা চাকমা বলেন, তাঁর স্বামী পাঁচ বছর আগে আঞ্চলিক দল ছেড়ে দিয়ে মাছ চাষ ও বাগান এবং ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গুলির শব্দ শুনে ছুটে এসে দেখেন পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্জুরের লাশ পড়ে আছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঞ্জুর আলমকে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ২৫টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।