• January 17, 2025

দীঘিনালায় জেএসএস’র সাবেক কর্মী নিহত

লাশের সুরতহাল প্রস্তুতকারী উপপরিদর্শক (এসআই) ফারুক হোসাইন সাংবাদিকদের বলেন, ‘লাশের শরীরের বিভিন্ন স্থানে ২৩টি গুলির চিহ্ন রয়েছে। ’মঞ্জুরের স্ত্রী সুজাতা চাকমা বলেন, তাঁর স্বামী পাঁচ বছর আগে আঞ্চলিক দল ছেড়ে দিয়ে মাছ চাষ ও বাগান এবং ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গুলির শব্দ শুনে ছুটে এসে দেখেন পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঞ্জুরের লাশ পড়ে আছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঞ্জুর আলমকে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ২৫টি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post