• January 13, 2025

দীঘিনালায় জেলা আওয়ামীলীগের ত্রাণ বিতরণ

মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নিম্ন আয়ের লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ত্রাণ বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা রেড ক্রিসেন্ট এর চেয়ারম্যান কংজরি চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক চন্দন কুমার দে, বোয়ালখালী সদর ইউনিয়ন এর চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন,দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু।
প্রতি প্রতি পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু এবং পাঁচশত মিলি লিটার সয়াবিন তেল হারে উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্ন আয়ের তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post