মোঃ আল আমিন, দীঘিনালা: দীঘিনালায় ২৬তম জোনকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা খেলার মাঠে অনুষ্ঠিত খেলায়, প্রধান অতিথি হি
মোঃ আল আমিন, দীঘিনালা: দীঘিনালায় ২৬তম জোনকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা খেলার মাঠে অনুষ্ঠিত খেলায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল ‘২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশ এর হাতে পুরস্কার তুলে দেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ। পুরস্কার বিতণণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহিদুল ইসলাম। ফাইনাল খেলায় ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশ ৩-১ গোলে মিলনপুর একাদশকে পরাজিত করে।
খেলায় বিজয়ী দলকে ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ত্রিশ হাজার টাকা এবং বিজিত দল মিলনপুর একাদশকে কুড়ি হাজার টাকা পুরস্কৃত করা হয়। এছাড়া খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় পল্লব চাকমা এবং শ্রেষ্ঠ গোল কিপার মোঃ ফারুককে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। গত ০৭ মার্চ থেকে শুরু হওয়া জোন কাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ১০টি দল অংশ নেয়। এর আগে ফাইনাল খেলা উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।