• February 19, 2025

দীঘিনালায় ট্রাক উল্টে আহত ২

 দীঘিনালায় ট্রাক উল্টে আহত ২

স্টাফ রিপোর্টার: দীঘিনালায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে গিয়ে ২জন আহত হয়েছে। ৩ আগস্ট মঙ্গলবার  সকালে উপজেলার ১ নং ওয়ার্ডের ভৈরফা (অটলটিলা)  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির ষহর পেরিয়ে দীঘিনালা হয়ে লংগদু যাওয়ার পথে ভৈরফা (অটলটিলা) এলাকায় গতি হারিয়ে উল্টে যায় সিমেন্ট বোঝাই ট্রাকটি। এসময় ট্রাক চালক ইউসুফ আলী ও হেলপার ঘটনাস্থলে আহত হয়। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ভৈরফা (অটলটিলা) সংলগ্ন সড়কটিসহ বেশ কয়েক জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। চালাকদের বেখেয়াল, অদক্ষতা ও পাহাড়ি বাঁকে বাঁকে হর্ণ না বাজানোর কারণে এ সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এসব দূর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ রাস্তাগুলোর বাঁক সংস্কার করার দাবি জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post