দীঘিনালায় নবীন সৈনিকদের শপথ গ্রহণ অনুষ্ঠান: যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হবে -জিওসি
স্টাফ রিপোর্টার: নবীন সৈনিক হিসেবে তোমাদের ব্যবহার ও আচরণ হবে সংযত, সুশৃঙ্খল। যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হলে অর্জন করতে হবে উন্নতমানের শারীরিক যোগ্যতা, সহিঞ্চুতা, পেশাগত দক্ষতা, লক্ষভেদে নিপুণ নিশানা যার প্রশিক্ষণ ইতিমধ্যে তোমাদের দেয়া হয়েছে। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলাস্থ দীঘিনালা ফরমেশন এ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের নবীন সৈনিকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজ তোমাদের উপর অর্পিত হলো, দেশমাতৃকার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখন্ডতা রক্ষা করাই পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সাথে সদা মনেপ্রাণে প্রস্তুত থাকতে হবে। থাকতে হবে অনেক সতর্ক।
দীঘিনালা ফরমেশন এ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্ণেল জয়নুল আবেদীন চিসতি’ সভাপতিত্ব সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০৩ পদাতিক ব্রিগেড’র খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফয়জুর রহমান এসজিপি,এএফডব্লিউসি,পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল আবু মোহাম্মদ হাসানুল হাবিব, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবদুল বারী মল্লিক, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
এছাড়া দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আদনান কবির, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ উপস্থিত ছিলেন। প্রশিক্ষিত ৬শত ৪৬ জন নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করানো হয় উক্ত অনুষ্ঠানে।