• January 15, 2025

দীঘিনালায় পাহাড়ি নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাশের একটি বন থেকে এক পাহাড়ি নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ । তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সোমবার সকালে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল এলাকা থেকে ঐ নারী মৃতদেহ উদ্ধার করা হয়। তবে এই হত্যাকান্ড কীভাবে ঘটেছে সেই বিষয়ে জানতে পারেনি পুলিশ। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশীদ জানান,সকালে ঐ অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আমাদেরকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঐ নারী লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে ঐ নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post