• July 27, 2024

দীঘিনালায় বন্যা দূর্গতদের চিকিৎসা প্রদান

দীঘিনালা প্রতিনিধি: দীঘিনালা জোনের অধীন ৩নং কবাখালী ইউনিয়ন এর কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩৩০ ঘটিকায় দীঘিনালা জোন কর্তৃক বন্যা দূর্গত মাঝে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উক্ত ক্যাম্পেইনে ২০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় ঔষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। দীঘিনালা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন ফয়সাল আখতার সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বন্যা দূর্গত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এই মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে উক্ত অঞ্চলের বন্যা দূর্গতদের দীঘিনালা জোনের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। যার মাধ্যমে দীঘিনালা জোনের মূল উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। ভবিষ্যতেও এই রকম বিভিন্ন সহায়তা পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে। যার মাধ্যমে দীঘিনালা জোনের শান্তিপূর্ণ পরিস্থিতি ও সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post