দীঘিনালায় বাঙ্গালী ছাত্র পরিষদের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস পদে প্রার্থী ঘোষণা
দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার রশিদ নগর বটতলী বাজারের মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মোঃ আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপদেষ্টা মোঃ সাদ্দাম হোসাইন, বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা আহমদ আলি, সাধারন সম্পাদক মুনসুর আলম হিরা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মোঃ রনি, হুমায়ন ও অন্যান্য সকল নেতৃবৃন্দ। এতে সকলের মতামতের ভিত্তিতে আসন্ন দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের একক প্রার্থী হিসেবে মোঃ সাদ্দাম হোসাইনের নাম ঘোষণা করেন সভার সভাপতি।