দীঘিনালায় বিএনপি ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বিশেষ অভিযানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. ওসমান গনি

মানিকছড়িতে শহীদ মিনার পরিস্কার করলেন রেড ক্রিসেন্ট’র সদস্যরা
অবশেষে রামগড়ে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষক বরখাস্ত
গুইমারায় আগুনে পুড়লো ২টি বসত ঘর

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় বিশেষ অভিযানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ওসমান গনি, সহ-সভাপতি, দিঘীনালা উপজেলা ছাত্রদল। মো.শরিফুল ইসলাম শাহিন, সহ-সাংগনিক সম্পাদক, ৪ ওয়ার্ড, বেলছড়ি ইউনিয়ন ছাত্রদল, মোঃ এখলাসউদ্দীন (নয়ন)  সাংগঠনিক সম্পাদক, ১নং মেরুং দক্ষিন শাখা বিএনপি। মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, ১নং মেরুং ইউনিয়ন ছাত্রদল ও মোঃ কামাল হোসেন, প্রচার সম্পাদক জেলা ছাত্রদল। দীঘিনালা থানার উপ-পরিদর্শক নুরুল আলম জানান, ১৯৭৪ সাথে ১৫(৩) ধারায় সকলকে আটক করা হয়েছে।

এদিকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া গণগ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাতে ঘরে ঘরে তল্লাশি চালিয়ে অন্যায়ভাবে দলের নেতাকর্মীদের গ্রেফতারা করা হয়েছে। এসময় দীঘিনালাসহ জেলা বিএনপির ৩৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে তাদের সবার নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।