• February 18, 2025

দীঘিনালায় বিদ্যুৎপৃস্ট হয়ে ছাত্রের করুন মৃত্যু

স্টাফ রিপোর্টার: জেলার দীঘিনালায় বিদ্যুতায়িত হয়ে খোরশেদ আলম (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল বাড়ির পাশে পুকুরে নেমে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণ করা যুবক দীঘিনালা উপজেলার মুসলিম পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে এবং দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

নিহতের বড় ভাই মো. নুরুল আমিন সাংবদিকদের জানান, গত কয়েকদিন আগে পুকুরের উপর লাগানো বাল্বটি নষ্ট হয়ে যায়। শুক্রবার দুপুরে তিনি কাউকে কিছু না বলেই পুকুরের পানিতে নেমে বাল্বটি পরিবর্তন করতে যায়। পরে সেখানেই বিদ্যুতায়িত হয়ে পানিতে পরে যান। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post