• July 27, 2024

দীঘিনালায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মোঃ আল আমিন, দীঘিনালা: দীঘিনালা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান।

আলোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায়, পরিবার কল্যাণ সহকারি বিউটি চাকমা, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামরুজ্জামান, বোয়ালখালি ইউনিয়ন পরিষদ, মেরুং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপ সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা অসীম বড়ুয়া, পরিবার কল্যাণ পরিদর্শীকা বিন্দু বালা চাকমা এবং বেসরকারী সংস্থা সূর্যের হাসি নেটওয়ার্ক কে সম্মাননা পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post