দীঘিনালায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

দীঘিনালা প্রতিনিধি: ”অাসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পূণঃ ব্যবহার করি, না পারলে বর্জন করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়

খাগড়াছড়ি শিক্ষকদের গ্রেডেশন তালিকা চ্যালেঞ্জ করা রীটের পক্ষে আদালতের রায়
স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ’ নিয়ে প্রেস ব্রিফিং খাগড়াছড়িতে
পাহাড়ে সম্প্রীতির মাধ্যমে উন্নয়নের জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

দীঘিনালা প্রতিনিধি: ”অাসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পূণঃ ব্যবহার করি, না পারলে বর্জন করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে দীঘিনালা ডিগ্রি কলেজ চত্ত্বর প্রদক্ষিণ করে, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অালোচনা সভায় মিলিত হয়।

অালোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জওহর লাল চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুদ্দীন, বাবুছড়া সোনামিয়া টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপুলাক্ষ চাকমা প্রমূখ।