• October 12, 2024

দীঘিনালায় ভিডিপি ক্লাবে সেনাবাহিনীর টিভি প্রদান

মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ভিডিপি ক্লাব(গ্রাম প্রতিরক্ষা বাহিনী)’র  মাঝে টিভি বিতরণ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাতে ভিডিপি ক্লাবের সভাপতি এবং প্লাটুন কমান্ডার মোঃ মোস্তফা”র হাতে রঙ্গিন টিভি তুলে দেন, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মাকসুদুল নাঈম। এসময় উপস্থিত ছিলেন, বাবুছড়া অার্মি ক্যাম্পের কমান্ডার মেজর এসএম কাদেরী  কিবরিয়া, ওয়ারেন্ট অফিসার মোঃ মহিদুল ইসমাইল।

ভিডিপি ক্লাবের সভাপতি এবং প্লাটুন কমান্ডার মোঃ মোস্তফা জানান, অামাদের ক্লাবের সদস্য ২০ জন। অামাদের সদস্যরা বিভিন্ন দোকানে গিয়ে বিনোদন মূলক অনুষ্ঠান দেখে থাকতো। এখন জোন থেকে উন্নত মানের প্রদান করায় ক্লাবে বসেই টিভি দেখতে পারবে। তবে উন্নত মানের টিভি পেয়ে বিশ্বকাপ ফুটবল ভালোভাবেই উপভোগ করতে পারবে বলে জানান তিনি।

দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মাকসুদুল নাঈম জানান, বিনোদন মানুষের মন ভালো রাখে। দীঘিনালা জোনের নিয়মিত কাজের অংশ হিসেবে এ ভিডিপি ক্লাবকে টিভি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এধরনের কাজ অব্যহত থাকবে।

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post