দীঘিনালায় মাদক ও বাল্যবিবাহ কমিটির মানববন্ধন

মোঃ আল আমিন, দীঘিনালা: মাদক'কে না বলি, নারী নির্যাতন, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, ধর্ষণ, যৌন  নিপীড়ন বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধ

মাটিরাঙ্গা বিএনপি কার্যালয় ভাংচুর ও মারধর করার নিন্দা ও প্রতিবাদ
সিন্দুকছড়ি জোন কর্তৃক মানব কল্যাণে মানবিক সহায়তা ও চিকিৎসা প্রদান
মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দু:স্থ্য ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

মোঃ আল আমিন, দীঘিনালা: মাদক’কে না বলি, নারী নির্যাতন, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, ধর্ষণ, যৌন  নিপীড়ন বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা মানববন্ধন কর্মসূচী পালন করেছে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, ১ মেরুং ইউনিয়ন, দীঘিনালা।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার লারমা স্কয়ার সংলগ্ন কলেজ মোড়ে  মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সামাজিক সংগঠন মেরুং ইউনিয়ন “মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি’র সভাপতি কাজী বিল্লাল হোসেন এর নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহিদুল ইসলাম, উপজেলা রিসোর্স ইনষ্ট্রাক্টর মোঃ মাইন উদ্দীন, উপজেলা মানবাধিকার কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দাস, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাকী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।