• July 27, 2024

দীঘিনালায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, অালোচনা ও পোনামাছ অবমুক্ত

দীঘিনালা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপণ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য র‍্যালী, অালোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা মৎস্য দপ্তর থেকে শুরু হয়ে দীঘিনালা ডিগ্রি কলেজ চত্ত্বর প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমিতে অালোচনা সভায় মিলিত হয়। এর আগে উপজেলা পরিষদ এর পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
অালোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বণা চাকমা। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা জওলাল চাকমা, জেলা মৎস্য জীবিলীগের আহবায়ক বিল্লাল হোসেন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, দীঘিনালা উপজেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি দীপংকর প্রসাদ চাকমা  প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post