দীঘিনালায় লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: জেলার দিঘীনালা উপজেলায় মানষিক ভারসাম্যহীন বাঙ্গালী বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ মে বিকাল ৫টার দিকে দিঘীনালা-লংগদু সড়কের বগাপাড়া নামক ইয়ারাংছড়ি রাস্তার মাথা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, উদ্ধারকৃত মহিলাটি মানষিক ভারসাম্যহীন। তার বয়স আনুমানিক ৫২-৫৪ হতে পারে। লাশটি বর্তমানে মেরুং পুলিশ ফাঁড়িতে রয়েছে। তার শরিরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দিঘীনালা থানা অফিসার্স ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।