Homeস্লাইড নিউজশিরোনাম

দীঘিনালায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সেনাবাহিনী

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা জোনের সেনাবাহিনী। ১৫ জুলাই রবিবার উপজেলার ১ন

রূপা মল্লিক খাগড়াছড়ি সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা
জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক তাজুল ইসলামের পিতার মৃত্যুতে বিএনপি’র শোক
গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মানিকছড়িতে শিশু রাব্বির মৃত্যু

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা জোনের সেনাবাহিনী। ১৫ জুলাই রবিবার উপজেলার ১নং কবাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী তোলে দেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ পিএসসি।

এসময় উপিস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সভায়ন খীসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান জীবন, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলস রাজু, সাধারণ সম্পাদক জাকির হোসেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাবখালি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, শিক্ষার্থীদের মানষিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন। এছাড়া খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি বৃদ্ধি পায়।
ক্রীড়া সামগ্রীর মধ্যে ফুটবল, ভলিবল, ক্রিকেটসামগ্রী, দাবা, কেরামবোর্ড, লুডুসহ বিভিন্ন জিনিস প্রদান করা হয় হয়। এর আগে জোন কমান্ডার বিদ্যালয় মাঠে চারা রোপন করেন।