দীঘিনালায় শিক্ষা উপকরণ বিতরন ও মা সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আল আমিন, দীঘিনালা: মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয় এর আয়োজনে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় শিক্ষা উপকরণ বিতরন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলার সনাতন শিব মন্দির প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এতে মন্দির কমিটির উপদেষ্টা ও শিক্ষক শীবু চন্দ্র দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক গোপাল চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন, ফিল্ট সুপারভাইজার, দেবব্রত ব্যানার্জি, সনাতন শিব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি নন্দু কুমার দে, সাধারণ সম্পাদক জীবন চৌধুরী উজ্জ্বল, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিপায়ন বড়ুয়া প্রমুখ।