দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশফায়ার: নারী নিহত, আহত ১

দীঘিনালা প্রতিনিধি: দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মোর্শেদা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর ১০ বছরের ছেলেও আহত হয়েছে।

খাগড়াছড়ির প্রতিবন্ধী মানুষদের সারথী হলেন সাবেক অধ্যক্ষ বোধি সত্ত্ব দেওয়ান
পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক আসবাবপত্র. কম্বল ও অর্থ বিতরণ
আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যেতে হবে- জুয়েল চাকমা

দীঘিনালা প্রতিনিধি: দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মোর্শেদা বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর ১০ বছরের ছেলেও আহত হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাবুছড়াা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগম সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সশস্ত্র সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করতে থাকে। এতে মোর্শেদা বেগম ও তার ছেলে মো. আহাদ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মো. আব্দুল মালেক। পরে স্থানীয়রা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করে। বর্তমানে নিহতের ছেলে আহাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যায়নি।