দীঘিনালায় সন্ত্রাসী হামলায় নিহত অমরের লাশ উদ্ধার
খাগড়াছড়ি: দীঘিনালা বরাদম নোয়াপাড়া এলাকায় ইউপিডিইফ (প্রসিত) গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ জুন শনিবার গভীর রাত্রে কয়েকজন মুখোশধারী অমর কে বাসা থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
জানা যায়, সে গত ২ বছর আগে ইউপিডিইফ (প্রসিত)গ্রুপ থেকে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সম্প্রতি দীঘিনালা বরাদম এলাকায় বিয়ে করে নোয়াপাড়া এলাকায় কাঁচা তরিতরকারির ব্যবসা করে সংসার পরিচালনা করছিলো।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একে এম পেয়ার আহমেদ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো জয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি। সাজেকের মাচালং এলাকায় পূর্ণ কিশোর চাকমার ছেলে বলে জানা গেছে।