• July 27, 2024

দীঘিনালায় সমন্বিত পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রনয়ন কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সমন্বিত পুষ্টি কর্ম-পরিকল্পনা (জুলাই ২০১৯-জুন২০২০) প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪আগস্ট রবিবার সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বিত কমিটির আয়োজনে ও এতে লিডারশীপ টু এনসিউর এড্ইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সার্বিক সহযোগীতায় এবং আইডিএফ প্রকল্প বাস্তাবায়নে অনুষ্ঠিত কর্মশালায় লীন প্রকল্পের দীঘিনালা ও পানছড়ি সমন্বয়ক আলো প্রিয় চাকমা‘র সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।

এতে প্রধান অতিথি ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোস্তাফা কামাল মিন্টু, দীঘিনালা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: একরামুল আজম, সমন্বিত পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রনয়ন (লীন) এর প্রকল্প ব্যবস্থাপক সুযশ চাকমা, লীন প্রল্পের সহকারী টেকনিকেল কো-অডিনেটর সুভাষ দত্ত চাকমা প্রমূখ।

কর্মশালায় বক্তরা বলেন, পুষ্টিহীনতা দুর করতে কাজ করছে বর্তমান সরকার। তাই পুষ্টি সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। গুনগত মানের পুষ্টি সমৃদ্ধ খাবার জরুরী। সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করে শিশুসহ সকল বয়সের মানুষের মধ্য পুষ্টিকর খাবার গ্রহণ ও সচেতনতায় সকলকে কাজ করার আহবান জানান বক্তারা।

অপরদিকে লীন খাগড়াছড়ি জেলা টিমের বাস্তবায়নে মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম (এমএসপি) এর ১০ সদস্যকে নিয়ে গুইমারা থেকে দীঘিনালা পারষ্পরিক শিখন সফর-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এতে টিম লিডার জয় মোহন চাকমার নেতৃত্বে সফরে অংশ নেয় অন্য সদস্যরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post