• December 12, 2024

দীঘিনালায় সেচ পাম্পের সাথে ওড়না জড়িয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

আল আমিন, দীঘিনালা: দীঘিনালায় সেচ পাম্পের সাথে ওড়না জড়িয়ে এক স্কুল ছাত্রীর মৃর্ত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার ছোট মেরুং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম মেহজাবিন আক্তার সুরভী(১৩)। সে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী এবং ছোট মেরুং বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মোজাম্মেল হোসেনের একমাত্র মেয়ে।

জানাযায়, শনিবার দুপুরে বাড়ির পাশের তামাক ক্ষেতে সেচ দেওয়ার সময় সেচ পাম্পে মুখ ধোয়ার সময় মেহজাবিন আক্তার সুরভীর অসতর্কতাবসত ওড়না সেচ পাম্পের সাথে জড়িয়ে যায়। এসময় তার মাথায় যখম হয়। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শিউলি চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post