• January 16, 2025

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

 দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

স্টাফ রিপোর্টার: দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি, মোবাইল, চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ (ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) মূল দলের একজনকে আটক করা হয়েছে।

জানা যায়, ২০ অক্টোবর বুধবার উপজেলার বাবুছড়া এলাকার নতুন বাজারের একটি দোকানে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য স্বর্ণ লংকার চাকমা ওরফে রনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, নগদ ৩৮ হাজার ৫শত ২০ টাকা, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

আটক স্বর্ণ লংকার চাকমা ওরফে রনি এলাকায় একজন চিন্হিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে ব্যাপক পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ চাঁদার জন্য এলাকার মানুষকে হয়রানি ও নির্যাতন করে আসছিলো। আটক স্বর্ণ লংকার চাকমা ওরফে রনিকে জব্দকৃত আলামতসহ দীঘিনালা থানায় সোপর্দ করা হলে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post