Homeস্লাইড নিউজশিরোনাম

দীঘিনালায় স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত সন্দেহে ৩জন আটক

দীঘিনালা প্রতিনিধি: খাগড়ছড়ির দীঘিনালায় পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন জনকে আটক করেছে দীঘিনালা

বিজিবি গুইমারা সেক্টর’র উদ্যোগে বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদাত বার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান
মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
দীঘিনালায় লাঙ্গলের প্রচারণা

দীঘিনালা প্রতিনিধি: খাগড়ছড়ির দীঘিনালায় পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন জনকে আটক করেছে দীঘিনালা থানার পুলিশ। ৩০ জুলাই সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বড় মেরুং এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে শাহ আলম(৩৩) এবং একই এলাকার জালাল উদ্দীনের ছেলে নজরুল ইসলাম ভান্ডারী(৩২)। এঘটনায় জড়িত মধ্য বোয়ালখালী এলাকার ফজর আলীর ছেলে মাহিন্দ্র গাড়ি চালক মোঃ মনির হোসেন (৩৮)কে ও আটক করা হয়।
এঘটনায় নিহত কৃত্তিকা ত্রিপুরা মা অনুমতি ত্রিপুরা বাদী হয়ে রবিবার অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ আবদুস সামাদ ঘটনায় জড়িত সন্ধেহে তিনজন আটকের সত্যতা স্বীকার করেছেন।