দীঘিনালায় স্কুল ছাত্র-ছাত্রীদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের  উদ্যোগে বিদ্যালয়ের স্কুল ছাত্র-ছাত্রীদের  বার্ষিক ক্রীড়া অ্যাথলেটিক্স  প্রতিযোগিতা’র আয়োজন হয়েছে। মঙ্গলব

গুইমারাতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
খাগড়াছড়িতে ধর্ষকদের পক্ষে আইনী সেবা না দিতে উইমেন রিসোর্স নেটওয়ারর্ক’র স্মারকলিপি
লক্ষীছড়িতে এবার জমেনি পশুর হাঁট, হতাশায় ইজারাদার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের  উদ্যোগে বিদ্যালয়ের স্কুল ছাত্র-ছাত্রীদের  বার্ষিক ক্রীড়া অ্যাথলেটিক্স  প্রতিযোগিতা’র আয়োজন হয়েছে। মঙ্গলবার সকালে জেলার দীঘিনালা উপজেলার ছোট মেরুং  উচ্চ বিদ্যালয়  মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছোট মেরুং উচ্চ বিদ্যালয়’র  প্রধান শিক্ষক মোখলেছুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়  পরিচালনা  কমিটি’র সভাপতি ও জেলা যুবলীগ সাধারন সম্পাদক কে. এম ইসমাইল হোসেন।  বিশেষ  অতিথি  ছিলেন, ১নং ছোট মেরুং ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান রহমান কবির (রতন), জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা প্রমূখ।

প্রতিযোগিতায় ৩ টি স্কুল ও ২ টি মাদ্রাসার ১৯০ জন ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ  করেন। ত্রীড়া শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আব্দুর রশিদ।