মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গনতন্ত্র)। বৃহষ্পতিবার উপজেলার
মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গনতন্ত্র)। বৃহষ্পতিবার উপজেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে পাহাড়ি-বাঙ্গালি ২৪০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
প্রতি পরিবারকে দেওয়া হয় চাল, ডাল, আলু, পিয়াজ ও তেল। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জনপ্রিয় চাকমা নিজে গিয়ে ত্রান বিতরন করেন। এসময় সাথে ছিলেন উপজেলা সমন্বয়ক প্রনয় চাকমা, মেরুং ইউনিয়ন সমন্বয়ক রুবেল চাকমাসহ অন্যান্য নেতাকর্মীরা।
জনপ্রিয় চাকমা জানান, ত্রাণ দেওয়া হয়েছে মেরুং ইউনিয়নে দেওয়া হয়েছে ৮০ পরিবারকে, বাবুছড়া ইউনিয়নে ১০০ পরিবারকে, বোয়ালখালি ইউনিয়নে ২৬ পরিবারকে এবং কবাখালি ইউনিয়নে ২০ পরিবারকে। স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি এবং পাড়াপ্রধানদের মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের তালিকা তৈরি করে সে তালিকা অনুযায়ী ত্রান বিতরন করা হয়েছে। এর বাহিরেও কিছু দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে হাট-বাজার এবং মানুষের কাজকর্ম বন্ধ থাকার কারণে হতদরিদ্রদের সমস্যা বিবেচনায় সংগঠনের পক্ষ্য থেকে ত্রান বিতরন করা হয়।