Homeস্লাইড নিউজশিরোনাম

দীঘিনালায় ৭ তরুণের অন্যন্য দৃষ্টান্ত, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

মোঃ আল আমিন, দীঘিনালা: দীঘিনালায় সাত তরুণের বেতনের টাকায় ত্রাণ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে। শুক্রবার সকালে উপজেলার পোমাং পাড়া

গুইমারায় যুবকের অস্বাভাবিক মৃত্যু
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হলেন খাগড়াছড়ির দুলাল হোসেন
মানিকছড়িতে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, আসামী পলাতক 
মোঃ আল আমিন, দীঘিনালা: দীঘিনালায় সাত তরুণের বেতনের টাকায় ত্রাণ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখে। শুক্রবার সকালে উপজেলার পোমাং পাড়া এলাকায় এসব ত্রাণ ও নগদ টাকা বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন, লক্ষীছড়ি উপজেলার জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কার্তিক ত্রিপুরা। এসময় জুনুতি ত্রিপুরা স্মৃতি সংসদ এর উদ্যোগে জন প্রতি ১শত টাকাসহ ৭০ জনের মাঝে ৫ কেজি চাল, ২কেজি আলু একটি সাবান এবং ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।
ত্রাণ হাতে পেয়ে পোমাং পাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী কাহান্তি ত্রিপুরা (৭৫) জানান, চোখে দেখতে পাই না বলে কেহ কাজে নেয় না। স্বামী সন্তান নাই। অন্যের সহযোগীতায় চলতে হয়। এ ত্রাণ পেলে খুব ভালো লাগলো।
এসময় কার্তিক ত্রিপুরা জানান, সেনাবাহিনীতে কর্মরত পূর্ণেন্দু ত্রিপুরা, নিকেল ত্রিপুরা এবং লিটন ত্রিপুরা, বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত কল্যাণ ত্রিপুরা এবং আমিসহ তিনজন শিক্ষক মিলে এ ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।