দীঘিনালা উপজেলা বিএনপির কমিটি গঠন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল’র মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।
২৩ আগস্ট শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে দীঘিনালা উপজেলা বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত কাউন্সিলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবসার, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
কাউন্সিলে দীঘিনালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসলেম উদ্দিনকে সভাপতি, মোঃ আবদুর রহিমকে সিনিয়র সহ-সভাপতি, ডাঃ মোঃ শফিকুল ইসলাম শফিকে সাধারণ সম্পাদক, কাজী রানা কে যুগ্ন- সাধারণ সম্পাদক ও মোঃ জয়নাল আবেদীন এবং মতিউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট দীঘিনালা উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।