দীঘিনালা ও মাটিরাঙ্গায় ছাত্রলীগ উপজেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা এবং সাধারণ সম্

খাগড়াছড়ি রেডক্রিসেন্ট’র নির্বাচনে মনোনয়ন গ্রহণকারি সবাই জমা দিয়েছেন
মাটিরাঙ্গায় বিজিবি’র উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
মানিকছড়িতে কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ কমিটি ঘোষণা করা হয়। মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটিতে মেহেদি হাসানকে সভাপতি এবং ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি পদে জাহাঙ্গীর খান রাজু, অপু চৌধুরী, বাবুধন চাকমা এবং সুমন দাশ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনিছুর রহমান এবং ইমরান হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে দীপক ত্রিপুরা, সাগর কান্তি দে, কে এম শাহরিয়ার আকাশ এবং কুতুব উদ্দীন সোহেল। দফতর সম্পাদক পদে রয়েছে আমানুল ইসলাম শান্ত।

এদিকে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের কমিটি তসলিম উদ্দিন রুবেল কে সভাপতি ও মো. আবু তালেব কে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা জানান, উপজেলা ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হলো।