• November 7, 2024

দীঘিনালা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য বিএনপি ও জামাত কর্তৃক জাতির পিতার ছবি অবমাননা বাংলাদেশ দূতাবাসে হামলাকারী ও সাজাপ্রাপ্ত আসামী খুনী তারেককে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবীতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল  ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় আওয়ামীলীগ কার্যালয় এসে শেষ হয়। পরে উপজেলা ছাত্রলীগ‘র সভাপতি মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল মিন্টু। সমাবেশে যুক্তরাজ্য বিএনপি ও জামাত কর্তৃক জাতির পিতার ছবি অবমাননা বাংলাদেশ দূতাবাসে হামলাকারী ও সাজাপ্রাপ্ত আসামী খুনী তারেককে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবী করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post