• December 13, 2024

দুবৃর্ত্তের আগুনে পুড়লো মানিকছড়ি আওয়ামীলীগ’র নির্বাচনী ক্যাম্প

আব্দুল মান্নান, মানিকছড়ি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ির মানিকছড়ি বড়ইতলী এলাকায় আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার নির্বাচনী ক্যাম্প বুধবার গভীর রাতে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।

স্থানীয় আওয়ামীলীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়ইতলী এলাকায় জনৈক টেইলার মো. জাহাঙ্গীর হোসেন এর দোকানে আওয়ামীলীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার নির্বাচনী ক্যাম্প তৈরি করে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিল আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। বুধবার দিবাগত (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ওই নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় কতিপয় দুবৃর্ত্ত। খবর পেয়ে দলীয় লোকজন, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে গেছে। এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি, প্রার্থীর পোস্টার, ব্যানার, ৫০টি চেয়ারসহ পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগ’র পক্ষ হতে বিএনপিকে দায়ী করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ নিয়ে সরেজমিন ঘুরে এসেছি। এ ঘটনায় প্রাপ্ত অভিযোগ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচনকে ঘিরে উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post