দুর্গম উদয়পুরে শীতার্তদের মাঝে ২০ ইসিবির কম্বল বিতরণ
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাঘাইছড়ি উপজেলার দুর্গম উদয়পুর এলাকার দুইশত ৫০ হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেডের অধিনস্থ ২০ কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)।
১৫ জানুয়ারী রবিবার সকাল ১১ ঘটিকায় উদয়পুর বিজিবি ক্যাম্পে এসব শীতবস্ত্র বিতরণ করেন, ২০ ইসিবির উদয়পুর ক্যাম্প কমান্ডার মেজর ইকরাম। এসময় ২০ ইসিবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণে কালে ক্যাম্প কমান্ডার মেজর ইকরাম বলেন, ২০ (ইসিবি) সীমান্ত রাস্তা ও সর্বদা আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২০ ইসিবি উদয়পুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবন যাত্রার মানোন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।