Homeস্লাইড নিউজশিরোনাম

দুল্যাতলী ইউনিয়ন’র ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

লক্ষ্মীছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ২নং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে বৃহস্পতিবার ইউ

লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে খাগড়াছড়িতে অপরাধকে লাল কার্ড
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় খাগড়াছড়ি শহরে বৈসাবি উৎসব শুরু
গুইমারায় ৬শ ইয়াবা সহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ২নং দুল্যাতলী ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।

লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা   মো: সফিকুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে দুল্যাতলী ইউনিয়নের ইউপি সদস্য, হেডম্যান-কার্বারী, শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্তি দায়িত্বরত ইউপি সেক্রেটারী কমল কৃষ্ণ চাকমা।

২০১৮-২০১৯ অর্থ বছরের সর্বমোট সম্ভাব্য প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৮২লাখ ৬৫হাজার ১৩১ টাকা। ব্যয় ধরা হয়েছে ৮২লাখ টাকা এবং উদ্ধৃত্ত ৬৫হাজার ১৩১ টাকা।