• December 1, 2024

দুল্যাতলী ইউনিয়ন ‘ফুটবল কাপ’ ফাইনালে বারদোনা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন ‘ফুটবল কাপ’ টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। মেম্বার পাড়া একাদশকে ২-১গোলে হারিয়ে বারদোনা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করেন। এ সময় মিসেজ জোন কমান্ডার ও জোন কমান্ডারের প্রতিনিধি ক্যাপ্টেন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা খেলার অন্যতম আয়োজক দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, খেলা পরিচালনা কমিটির সভাপতি থোয়াইংগ্য মারমা প্রমুখ।

রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন ডা. দেলোয়ার হোসেন। সহকারি রেফারি ছিলেন প্রমিত চাকমা ও আমজাদ হোসেন। টুর্নামেন্টে ২০ টি দল অংশ নেয়। গত ৬ আগস্ট এ টুর্নামেন্টে উদ্বোধন হয়েছিল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post