দেশ যেমন এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে সৌন্দর্যের রানী পার্বত্য খাগড়াছড়ি: খাগড়াছড়ি ডিসি
স্টাফ রিপোর্টার: দেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে সৌন্দর্য্যের রানী হিসেবে আমাদের খাগড়াছড়িও এগিয়ে যাচ্ছে। গুইমারার হাফছড়ি ইউপি সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির জেলা প্রশাসক রাশেদুল ইসলাম এসব কথা বলেন। ২৩ মে বুধবার হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারী, কৃষকসহ সর্বস্তরের মানুষকে নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ির উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, পাহাড়ের মানুষ এখন আর পিছিয়ে নেই। সুস্বাদু রুপালি আম, পর্যটন স্পট, হলুদ সহ অনেক বিষয়ে ইতিমধ্যে আমাদের খাগড়াছড়ি সুনাম অর্জন করেছে। তার পাশাপাশি সরকার দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানান।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে গুইমারা উপজেলা র্নিবাহী র্কমর্কতা পঙ্কজ বড়ুয়া, গুইমারা থানা অফিসার ইনচার্জ মো. গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও গুইমারা জালিয়াপাড়ার জনপ্রতিনিধি, স্কুল শিক্ষক, কৃষি অফিসার, পাড়া কার্বারীসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময়ে উপস্থিত আমচাষীরা জালিয়াপাড়ায় আমের বাজারে একটি হিমাগারের এবং সম্ভাব্য সময়ে ভূমি অফিস স্থাপন, মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে আবেদন করেন। গুইমারা উপজেলার জন্য একটি সোনালী ব্যাংকের শাখার অনুমোদন চুড়ান্ত হয়েছে জেলা প্রশাসক সকলকে জানান।