দ্বিতীয়বারে মতো শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত)মনোনীত রাজীব চন্দ্র কর
রামগড় প্রতিনিধি: টানা দ্বিতীয়বার খাগড়াছড়িতে জেলার পুলিশ পরিদর্শক (তদন্ত)মনোনীত হয়েছেন রামগড় থানার রাজীব চন্দ্র কর।গত সোমবার(৯আগস্ট) অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসারদের নাম প্রকাশ করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।
অস্ত্র,মাদক, তদন্ত,গ্রেপ্তারি পরোয়ানা সহ চলতি বছরের জু্লাইয়ের মূল্যায়ন করা হয়।এতে অভিন্ন মানদন্ডের আলোকে জেলায় পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতা বিবেচনা করা হয়।
রাজীব চন্দ্র কর এ প্রতিনিধিকে জানান- পরপর দ্বিতীয়বার এমন অর্জন করতে পারায় তিনি আনন্দিত এবং গর্বিত। এই অর্জন শুধু আমার একার নয় এ অর্জন পুলিশ বিভাগের। আমার এ অর্জনের ফলে কর্মস্থলে সাধারন জনগণকে আরো বেশি সেবা দিতে অনুপ্রেরণা যোগাবে বলে জানান তিনি।
উল্লেখ্যে, জুন মাসেও অভিন্ন মানদন্ডের আলোকে জেলায় পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতা দেখিয়ে শ্রেষ্ঠ পরিদর্শক(তদন্ত)মনোনীত করেন।