ধর্ষন চেষ্টার অভিযোগে লক্ষ্মীছড়ির এক কিশোরকে ৩ বছরের সাজা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ধর্ষন চেষ্টার ঘটনায় বিজয় দে (১৫) নামে এক কিশোরকে তিন বছরের আটকাদেশ’র সাজা দিয়েছে আদালত। ২১ জুন বৃহষ্পতিবার বিকালে খাগড়াছড়ির শিশু আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ রত্নশ্বর ভট্টাচার্য এই রায় ঘোষনা করেন। বিজয় খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার হাতিছড়া পাড়ার সাধন দে’র ছেলে।
জানা যায়, ২০১৬ সালের ১ ফেব্রুয়ারী প্রতিবেশী চার বছরের এক শিশুকে নিজ ঘরে এনে ধর্ষনের চেষ্টা চালায়। এই ঘটনায় শিশুটির বাবা ম্রাক্যই মারমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত বিজয় দে কে গাজিপুরের শিশু সংশোধন কেন্দ্রে তিন বছর আটক রাখার নির্দেশ দেন।