Homeস্লাইড নিউজশিরোনাম

ধানের শীষ প্রতীক বিজয়ী করতে মানিকছড়িতে কর্মী সভা

আলমগীর হোসেন: খাগড়াছড়ির ২৯৮নং আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে মানিকছড়িতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা

মানিকছড়িতে ইয়ুথ গ্রুপ গঠনকল্পে সভা
মানিকছড়িতে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পেইন উদ্বোধন
খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে আটক ১

আলমগীর হোসেন: খাগড়াছড়ির ২৯৮নং আসনে বিএনপির প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে মানিকছড়িতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে মানিকছড়ি উপজেলার বিএনপির সভাপতি এম এ করিম এর সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা বিএনপির ধানের র্শীষ প্রতীকের প্রত্যাশী প্রার্থী মো: শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদকে বিজয়ী করার লক্ষ্যে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে মানিকছড়ি উপজেলা বিএনপির কর্মী সভায় উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

সভায় সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক মজিবুল হক বাহার, উপজেলা যুবদল সভাপতি মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো: মোশারফর হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোরসহ ৪টি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সিনিয়র নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

উপজেলা সাধারণ সম্পাদক এনামুল কহ এনাম বলেন ওয়াদুদ ভূইয়া সরকারের আইনি জটিলতায় নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন নাই। তবে তার আস্থাভাজন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগী রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ ধানের শীষ প্রতীক নিয়ে খাগড়াছড়ি আসনে প্রার্থী হয়েছেন। প্রার্থী যে হোক ধানের শীষ প্রতীকেকে বিজয়ী করতে সকলকে নিজ উদ্যোগে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।