• July 4, 2025

নবগঠিত খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাব’র কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন

পাহাড়ের আলো: নবগঠিত খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ি প্রতিদিন পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। ৫ মে দেয়া শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে জনজীন থেকে শুরু করে সব কিছুই অনেকটা অচলাবস্থা বিরাজ করছে। সংবাদ পত্রে বড় ধরনের আঘাত লেগেছে। এই পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বহু সাংবাদিক, মারাও গেছেন। অনেক প্রিন্ট মিডিয়াই বন্ধ। অনলাইন মিডিয়ার প্রতিই পাঠকদের দিন দিন আগ্রহ বাড়ছে।

এমতাবস্থায় খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাব গঠন সময়োপযোগী সিদ্ধান্ত। নবগিঠত কমিটির সভাপতিসহ সকলকে অভিনন্দন জানাচ্ছি। উক্ত কমিটির সাংবাদিকরা খাগড়াছড়ি জেলার বস্তু নিষ্ট সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

অভিনন্দন জানিয়েছেন খাগড়গাছড়ি পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা, সাধারণ সম্পাদক ও সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক মো: জুলহাস উদ্দিন। এক অভিনন্দন বার্তায় বলেন, বর্তমান সময়ে অনলাইন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাজু এক অভিনন্দন বার্তায় বলেন, কমিটিকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি, কিন্তু কমিটি গঠন করাই বড় কথা নয় কার্যক্রম চালিয়ে যাওয়া হলো সবচেয়ে বড় বিষয়। মিডিয়ার কল্যাণেই খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাব নি:স্বার্থভাবে কাজ করবে আমি এটাই মনে করি।

অভিনন্দন জানিয়েছেন, মানিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অত্যন্ত আনন্দের সাথে এক প্রেসবার্তায় তিনি বলেন, বৈশ্বিক মহামারির এই পরিস্থিতিতে খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন হওয়ায় আমি খুশি এবং এই কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

অভিনন্দন জানান, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালাত মাহমুদ শিশির। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি এই কমিটি গঠিত হওয়ায়। আরো বেশি খুশি হয়েছি পাহাড়ের আলো সম্পাদক মো: মোবারক হোসেন ভাইকে এই কমিটির সভাপতি মনোনিত করায়। আমি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

উল্লেখ্য যে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষ যখন গৃহবন্দী। এমনি এক ক্রান্তিলগ্নে ৪ মে সোমবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে খাগড়াছড়ি অনলাইন প্রেস ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি হঠন করা হয়। কমিটির সভাপতি মো: মোবারক হোসেন (সম্পাদক, পাহাড়ের আলো,বঙ্গ টিভি ও আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি), সাধারণ সম্পাদক, আব্দুর রহিম হৃদয় (দৈনিক জনতা) ও সাংগঠনিক সম্পাদক মো: মাইন উদ্দিন (ঢাকা টাইমস টুয়েন্টিফোর ডটকম)।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post