নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসকের লক্ষ্মীছড়ি উপজেলা সফর
স্টাফ রিপোর্টার: নবাগত খাগড়াছড়ি জেলা জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস লক্ষ্মীছড়ি উপজেলা সফর করেন। ১৯ সেপ্টেম্বর লক্ষ্মীছড়ি উপজেলা সফরকালে প্রথমেই সকাল ১১টায় লক্ষীছড়ি থানা পর্রিদশন করেন। এসময় লক্ষ্মীছড়ি থানা পুলশ জেলা প্রশাসককে গার্ডঅব অর্নার প্রদান করেন। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার জেলা প্রশানককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে লক্ষ।মীছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মত বিনীময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাহী অফিসার জাহিদ ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সফিকুল ইসলাম ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হাসেম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন ব্যাপারি, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: শহিদুল ইসলাম, মৌজা হেডম্যান সত্যপ্রিয় চাকমা ও কার্বারী অসিম চাকমা বক্তব্য রাখেন
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কমকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবর্গ, জনপ্রতিনিধি, হেডম্যান,কারবারী, সাংবাদিক, এনজিও কমী উপস্থিত ছিলেন।
এর আগে নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস লক্ষ্মীছড়িতে আগমন উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব, পাহাড়ের আলো পত্রিকার পক্ষ হতে ফুল ও ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সরকার প্রদত্ত হতদরিদ্রদের মাঝে দেয়া সরকারী ঘর উদ্বোাধন করেন।