• March 27, 2025

নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক লক্ষ্মীছড়ি সফর করলেন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা সফর করলেন নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। ২৭ আগস্ট সোমবার লক্ষ্মীছড়ি উপজেলা সফরকালে মতবিনিময় সভা, ইউনিয়ন পরিষদ পরিদর্শন, থানা পরিদর্শন, উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। দুপুরে আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমরা চাকমা. ত্রিলন চাকমা, হরিমোহন চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন। এছাড়াও গণ্যমান্য ব্যাক্তিদের মধ্য হতে বক্তব্য রাখেন, আবুল হাসেম চৌধুরী, বেল্লাল হোসেন ব্যাপারি, আব্দুল মাজেদ গাজি, নিলবর্ণ চাকমা  প্রমুখ।

বক্তারা, এলাকা নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি সংকট সমাধানে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করলে পর্যায়ক্রমে সাধ্যমত সম্ভব সকল সমস্যা সবার সহযোগীতা নিয়ে সমাধানের চেষ্টা করা হবে বলে নবাগত জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম সকলকে আশ্বস্থ্য করেন। পরে জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান,পিএসসি,জি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post