Homeস্লাইড নিউজশিরোনাম

নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালার এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯০জন নবীন সৈনিকের শপথ

রামগড়ে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলাদেশ- ভারত মৈত্রী সেতু ১ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে পররাষ্ট্র সচিব
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বাংলা নববর্ষ পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালার এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯০জন নবীন সৈনিকের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন বৃহস্পতিবার সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড ফিল্ডে নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং সেন্টারের প্রধান তত্ত্বাবধায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তাজুল ইসলাম।

শপথ পাঠ শেষে নবীন সৈনিকদের উদ্দেশে বক্তব্য দেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার। পরে জিওসি নবীন সৈনিকদের কুজকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং প্রশিক্ষণে শ্রেষ্ঠত্য অর্জনকারী কোম্পানী ও সৈনিকদের পুরস্কৃত করেন।

এসময় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সামরিক বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা ও নবীন সৈনিকদের স্বজনরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।