‘নাছির ভাই আপনার মতো হাসছে জামালখান’
এস.এম আকাশ: ‘নাছির ভাই আপনার মতো হাসছে জামালখান। ময়লার ভাগাড়ে শোভা পাচ্ছে ফুলের বাগান। মলমূত্রের গন্ধে যেখানে হাঁটা যেত না, সেখানে এখন ফুলের সুভাশ। এরপরও কথা রয়ে যায়- চীনের যেমন দুঃখ আছে, জামালখানেরও আছে দুঃখ-আর সেই দুঃখ ‘আসকারদীঘি’। দীঘিটির চারপাশ ঘুরলে ভেসে উঠে অন্যরূপ। ময়লা, দুর্গন্ধে টেকা যায় না। উপরন্তু দীঘিটিই হয়ে উঠেছে মশার প্রজণনক্ষেত্র। এ জঞ্জাল সরাতে নগরপিতা হিসেবে আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা চাই।’
বৃহস্পতিবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দিনকে এ প্রশ্ন রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য মহসীন কাজী।
আসকারদীঘির নাম উঠতেই মেয়র বলে উঠেন, ‘দীঘিটি আমাদের নয়, শওকত সাহেবের (দেশের শীর্ষস্থানীয় ধনী শওকত আলী চৌধুরী)। আমি তার সাথে কথা বলে ব্যবস্থা নেব।’
মহসীন কাজী বলেন, ‘যে সাহেব বা যে সংস্থারই হোক, দীঘিটি পরিস্কার রাখতে হবে। এটি পরিস্কার হলে জামালখানের সৌন্দর্য যেমন পূর্ণাঙ্গ হবে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে স্থানীয় বাসিন্দারা।’