নাজিরহাট পৌরসভা নির্বাচন: প্রার্থীতা বাতিল হলো যাদের
ফটিকছড়ি প্রতিনিধি: নাজিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মজিবুল হক চৌধুরী ও ৩নং ওয়ার্ডেও কাউন্সিলর প্রার্থী হারুন রশীদের প্রার্থীতা স্থগিত করেছে নির্বাচন কমিশন। রবিবার সকালে মনোনয়নপত্র যাচাই বাচাই কালে ঋণ খেলাপের অভিযোগ এনে ফটিকছড়ি নির্বাচন কমিশন কার্যালয়ে এ আদেশ দেন রির্টানিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসেন চৌধুরী।
রির্টানিং কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক এর ক্রেডিট ব্যুরো থেকে পাঠানো চিঠি মোতাবেক মুজিবুল হক চৌধুরী ও হারুন রশীদ ঋণখেলাপী। ঋণ খেলাপের দায়ে তাদের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা সামশুল হক ফৌজদার বলেন, সোমবার বিকাল ৫ টার মধ্যে উপযুক্ত প্রমাণাদি পেশ করতে না পারলে প্রার্থীতা বাতিল হবে তাদের।
এ নিয়ে আওয়ামীলীগ প্রার্থী মজিবুল হক চৌধুরী বলেন, উচ্চ আদালতে ঋণ সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষ পুন:রায় আপীল করায় জঠিলতার সৃষ্টি হয়। প্রয়োজনীয় প্রমাণাদি সোমবারে নমধ্যে নির্বাচন কমিশনে প্রদান করবো।