• October 12, 2024

নাজিরহাট পৌরসভা নির্বাচন: মুজিবের ভরসা হাইকোট

ফটিকছড়ি প্রতিনিধি: নাজিরহাট পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক মনোনয়ন পায় মুজিবুল হক চৌধুরীর প্রার্থীতা ঋণ খেলাপীর দায়ে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনের কার্যালয়েও বাতিল হয়। এখন তার ভরসা হাইকোর্টে।

জানা গেছে, গত সোমবার ঋণ খেলাপের দায়ে নাজিরহাট পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন আওয়ামীলীগ প্রার্থী মজিবুল হক’র প্রার্থীতা বাতিল করেন। তখন তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আপীল করেন। গতকাল বৃহস্পতিবার নবাগত জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন এর কার্যালয়ে আপীল শুনানী হয়। এতে প্রার্থী, ব্যাংক কর্তৃপক্ষের আইনজিবী, নির্বাচন কর্মকর্তা। দীর্ঘ শুননী শেষে বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা প্রশাসক নির্বাচন কর্মকর্তার দেয়া প্রার্থীতা বাতিলের আদেশ বহাল রাখেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিরবীজি।

এ ব্যাপারে ফটিকছড়ি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরী বলেন, মুজিব সাহেবের প্রার্থীতাজেলা প্রশাসকের কার্যালয়েও বাতিল হয়েছে। যেহেতু বিষয়টি হাইকোর্টের একটি রীট মামলার কারণে উত্তাপিত হয়েছে। আমরা এখন হাইকোর্টেই যাবো।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post