• July 27, 2024

নাজিরহাট পৌর নির্বাচন: চলছে শেষ মুহুর্তের প্রচারণা

                                      নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন- আওয়ামীলীগ
ফটিকছড়ি প্রতিনিধি: নাজিরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মুজিবুল হক চৌধুরী গতকাল রবিবার নাজিরহাট, দৌলতপুর, ঝংকার, বোর্ড স্কুল, বাবু নগর, এবিসি, চুরখারহাট, বাধের পাড়, বেত্তরকুল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় আওয়ামীলীগ নেতা এটিএমপেয়ারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকের, সমাজ সেবক মনজুর মোরশেদ ফিরোজ, দিদারুল বশরচৌধুরী দুদু, শাহ আলম সিকদার, আবু তালেব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় আওয়ামীলীগনেতা এটিএমপেয়ারুল ইসলাম বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক। আওয়ামীলীগ উন্নয়ন ও স্বাধীনতার রক্ষক। এই নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের উন্নয়নের অংশ। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
  

স্বাধীনতা ও গণতন্ত্রের স্বার্থে ধানের শীষেভোট দিন- বিএনপি
নাজিরহাট পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থী এস.এম সিরাজ উদ দৌলা রবিবার বাবুনগর, ইমাম নগর, বাবুনগর রজব আলী সাব রেজিষ্টার বাড়ি, রাজা মিয়া সওদাগর বাড়ি, বোর্ডস্কুল, আনসার বাপের বাড়ি, পাঠকনগর, ইমাম ননগর গ্রামের মালিরবাড়ি, মীর বাড়ি, পন্ডিতবাড়ি,রাজ্জাক বাড়ি, বাঁধের পাড়সহ ওই এলাকায়ব্যাপক গণ সংযোগ করেছেন। এসময় ফটিকছড়ি বিএনপি নেতা ছালাউদ্দিন, এইচ এম নাসির উদ্দিন, যুবদলনেতা মনসুর, সাবেক চেয়ারম্যান ছালামতউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, গ্রাম বাংলার ৬৮ হাজার গ্রামের প্রিয় প্রতীক ধানের শীষ। সেই ধানের শীষের প্রতীক নিয়ে নাজিরহাট পৌরসভা নির্বাচনে বহদলীয় গণতন্ত্রে প্রবক্তা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে প্রার্থী হয়েছি। স্বাধীন গণতন্ত্রের স্বার্থে, পৌরবাসীর নাগরিক সুবিধা ও উন্নয়নের স্বার্থে ২৯ মার্চ ধানের শীষ প্রতীকে ভোট দিন।

                                         পদ পদবী ছাড়াও উন্নয়ন সম্ভব- স্বতন্ত্র প্রার্থী
নাজিরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম হায়াত জগ প্রতীক নিয়ে গতকাল রবিবার সুয়াবিল চুরখাঁহাট, লালমাটিয়া, বেতুয়ারকুল, এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এর আগের দিন তিনি নাজিরহাট বাজার, শাহ চৌমুহনী, আজম ক্লাব, বাবুনগর রজব আলী সাব রেজিষ্টার বাড়ি, রাজা মিয়া সওদাগর বাড়ি, বোর্ডস্কুল, আনসার বাপের বাড়ি, পাঠকনগর, ইমাম নগর গ্রামের মালিরবাড়ি, মীর বাড়ি, পন্ডিতবাড়ি, রাজ্জাকবাড়ি, বাঁধেরপাড়সহ দৌলতপুর গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম.এ হায়াত বলেন, ‘আমি কোন রকম সরকারী বা রাজনৈতিক পদপদবী ছাড়া সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদানের পাশাপাশি গণ মানুষের কল্যাণে আমার সাধ্যমতো এগিয়ে এসেছি। মানুষের ভালোবাসাও পেয়েছি, পাচ্ছি। আশাকরি, গণমানুষের নিরঙ্কুশ সমর্থনের মধ্য দিয়ে জগ প্রতীক বিপুল ভোটে বিজয় লাভ করবে।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post