• December 12, 2024

নানা আয়োজনে পালিত হলো গুইমারা সেনা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী

 নানা আয়োজনে পালিত হলো গুইমারা সেনা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী

খাগড়াছড়ি প্রতিনিধি: কেক কাটা, প্রীতিভোজ সহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড় গুইমারা রিজিয়নের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো রিজিয়ন সদর দপ্তর ছিলো সাজ সাজ রব।

৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলামের হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রিজিয়ন কমান্ডার।

এসময় অতিথিদের মধ্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আমান, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, পুলিশ সুপার আরিফিন জুয়েলসহ সেনাবাহিনী ও বিজিবির পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post