গুইমারায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় নানা আয়োজন, বর্নিত আলোক সজ্জা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র্যালী কেক কাটার মধ্য দিয়ে খাগড়াছড়ি’র গুইমারা উপজেলায় পালিত হল বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১১নভেম্বর রবিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচী শুরু হয়।
বিকেলে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গুইমারা উপজেলা যুবলীগের উদ্যোগে বর্নাঢ্য র্যালীর বের করা হয়। র্যালীটি গুইমারা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মেম্বার, যুবলীগ সভাপতি বিপ্লব শীল, সাধারণ সম্পাদক ইব্রাহীম মীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা সহ গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরে গুইমারা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম মীরের সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অসাম্প্রদায়িক ব্যক্তি গুইমারা সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা।
আলোচনা সভায় বক্তারা, বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়ন ধারাকে চলমান রাখতে ভিশন ২০৪১ বাস্তবায়ননের জন্য ২৩ডিসেম্বর ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার আহবান জানান। পরে গুইমারা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি মেমং মারমা।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ালীগের সহযোগী সংগঠন হিসেবে ১১নভেস্বর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বঙ্গবন্ধুর আদর্শে আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।