নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে গুইমারাতে পালিত হয়েছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ মিনারে পুষ্পার্ঘ

মানিকছড়িতে মাধুরী কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্টাবার্ষিকী উদযাপন
মহালছড়িতে ধর্ষণের অভিযোগে যুবক আটক
জেলা পরিষদের ছাদ ধ্বসে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন, নিহতদের অর্থ সহায়তা
স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে গুইমারাতে পালিত হয়েছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। এসময় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ৭১এর রনাঙ্গনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা।
অনুষ্ঠানে অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান উষেপ্রু মারমা, ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা প্রমুখ।
পুষ্পার্ঘ অর্পনের পরপরেই গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলার আয়োজন সহ ইভেন্ট অংশগ্রগনকাীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।