• February 19, 2025

নানুপুরে ড. মাহমুদ হাসান স্মৃতি টেপ-টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ফটিকছড়ি: মুজিববর্ষ উপলক্ষ্যে ফটিকছড়ির নানুপুরে ড. মাহমুদ হাসান স্মৃতি টেপ-টেনিস গোল্ডকাপ আন্ত: ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

১৪ ফেব্রুয়ারি বিকেলে ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পূর্ব নানুপুর ভাই ভাই সংঘ কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন।

উদ্বোধক ছিলেন জেলা পরিষদ সদস্য ও ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ।

সংগঠনের সভাপতি জিসান মোস্তফার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের বোর্ড সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন, আশরাফ উদ্দিন মাহমুদ জুয়েল, নানুপুর ইউপি সদস্য তৌহিদুল আলম, মোঃ রমজান আলী, মোঃ জসিম উদ্দিন, আজিজুর রহমান কাসেম, প্রশান্ত বড়ুয়া, মনির উদ্দিন, মাষ্টার শামীম হোসেন, যুবনেতা নাছির উদ্দিন, মোঃ সাহেদুল আলম, আহমেদ এরশাদ খোকন, সৈয়দ আজগর সুমন প্রমুখ ৷

খেলায় পাইন্দং ইউনিয়নকে ১৪ রানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় হলদিয়া ইউনিয়ন।
ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের জুনায়েদ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post